লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় করোনা হ্রাসের তথ্য ভুয়া হতে পারে, বললেন সর্বোচ্চ স্বাস্থ্য কর্মকর্তা



ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস সংক্রমণ দ্রুত হ্রাসের হার, যা এই সপ্তাহে গভর্নর বলেছেন, তা সত্য নয়। এমনটাই বলেছেন ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ স্বাস্থ্য কর্মকর্তা। ওই স্বাস্থ্য কর্মকর্তার মতে কারিগরি ত্রুটির কারণে করোনাভাইরাস পরীক্ষার ফলাফলে ভুল হয়েছে। যার ফলে আক্রান্তের সংখ্যা কম দেখানো হয়েছে।   

সোমবার গভর্নর বলেছেন গত সপ্তাহের তুলনায় ২১.২ শতাংশ করোনা সংক্রমণ হ্রাস পেয়েছে। যার কারণে গভর্নর প্রদত্ত তথ্য নিয়ে সন্দেহ তৈরি হয়।  

ক্যালিফোর্নিয়ার হেলথ এন্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি ডা. মার্ক ঘালি বলেন, ‘সাত দিনের করোনা পরীক্ষার ডেটা ওই ইস্যু দ্বারা প্রভাবিত হয়েছে। এটা পরিষ্কার নয় কত মাত্রায় হয়েছে এবং কি পরিমাণ আক্রান্তের সংখ্যা গণনা করা হয়নি। পরীক্ষার ফল ধীরে ধীরে হবার কারণে পরিস্থিতি  কত বেশি পরিবর্তন হয়েছে।’

লস এঞ্জেলেস পাবলিক হেলথ অফিসাররা গত সপ্তাহে বলেছেন তারা আশঙ্কা করছেন স্টেটের ইলেক্ট্রনিক ল্যাবে গত পরীক্ষার ফল বিলম্ব হবার জন্য তাদের করোনা পরীক্ষার রেজাল্ট জমা হতে থাকবে। ওই দিনই লস এঞ্জেলেসে এক দিনে সর্বোচ্চ ৪,৮২৫ জন আক্রান্ত ও ৯১ জন মারা যান। অন্যান্য কাউন্টি যেমন সেক্রেমেন্টো, প্লেসার ও ওরেঞ্জ কাউন্টি সতর্ক করেছেন তাদের ড্যাশবোর্ডে করোনাভাইরাস নিয়ে যে তথ্য প্রদান করা হয়েছে তা সত্য নাও হতে পারে।

এলএ বাংলা টাইমস/এস/আর