লস এঞ্জেলেস

মার্কিন নির্বাচনের ব্যালটে বাংলা ভাষা!


আমেরিকার জাতীয় নির্বাচনি ব্যালটে মোট ১৮টি ভাষা সংযুক্ত আছে। এরমধ্যে রয়েছে বাংলা ভাষাও। এ সংক্রান্ত প্রচারে দেখা যায় ভোটারদের এ ব্যাপারে পছন্দ জানাতে বলা হয়েছে। সেখানে লেখা আছে, ‘আপনি কি জানেন? আপনি আপনার ব্যালট গ্রহণ করতে ১৮টি ভাষার একটিতে অনুরোধ করতে পারেন।’


নির্দেশনায় বলা আছে, আপনার পছন্দ চিহ্নিত করুন এবং কার্ডটি ইমেইলে পাঠান। নিচের তালিকায় রয়েছে, চাইনিজ, ফার্সি, হিন্দি, জাপানিজ, কোরিয়ান, রাশিয়ান, স্প্যানিশসহ অনেকগুলো ভাষা। সবার শেষে রয়েছে বাংলা ভাষারও নাম।

যারা বাংলা ভাষায় ব্যালট পেতে চাইছেন, তাদের এই ভাষা চিহ্নিত করতে হবে। মেইলের মাধ্যমে ভোট দেওয়ার জন্য এই সুবিধা রাখা হয়েছে ২০২০ সালের নির্বাচনে।

এই সংক্রান্ত বাড়তি তথ্য পেতে যোগাযোগ করতে হবে, visitlavote.net অথবা ফোন করতে হবে 800-815-2666 এই নাম্বারে।


এলএবাংলাটাইমস/এনএইচ