লস এঞ্জেলেস

পার্টি করলে বাড়ির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে: মেয়র

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বলেছেন, বিধিনিষেধ অমান্য করে লস এঞ্জেলেসের কোনো বাড়িতে পার্টি বা লোকজনের জমায়েতের আয়োজন করলে সেই বাড়ির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। করোনাভাইরাসের সংক্রমণরোধে এই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


শুক্রবার থেকে এই নিয়ম কার্যকর হবে। 

যুক্তরাষ্ট্রের মধ্যে ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী ৫ লক্ষ ৩৩ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগি রয়েছে এই অঙ্গরাজ্যে। এছাড়া ভাইরাসে মৃতের সংখ্যা বর্তমানে ৯ হাজার ৮৭২ জন। আর ক্যালিফোর্নিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লস এঞ্জেলেস শহরে। 

গত মাসে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক আদেশে রেস্টুরেন্ট, বার ও বিনোদন স্থলে ইনডোর কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। 

তবে মহামারীর বিধিনিষেধ উপেক্ষা করে লস এঞ্জেলেসে নিয়মিতই পার্টির খবর আসছে। এ সপ্তাহের শুরুতে বেভারলি ক্রেস্টে প্রায় দুইশ’ জনের এক পার্টিতে গুলিতে একজন নারী আহত হন। 

মেয়র গারসেটি বলেন, পার্টিগুলো এমন সব বাড়িতে হচ্ছে যা খালি রয়েছে বা স্বল্প সময়ের জন্য ভাড়া করা হয়েছে। 

“এই পার্টিগুলোর ফলাফল হচ্ছে সুদূরপ্রসারী। তারা আমাদের কমিউনিটির ভেতর সংক্রমণ ঘটাচ্ছে কারণ ভাইরাস খুব দ্রুত ও সহজেই ছড়িয়ে পড়ে”, বলেন মেয়র। 






 এলএ বাংলা টাইমস/এমকে