লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো


ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার ১০ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাস সংক্রমণের শুরুতে মহামারী নিয়ন্ত্রণে প্রশংসা পাওয়া অঙ্গরাজ্যটিই বর্তমানে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে। সেই সাথে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। 

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় প্রতিদিন ১৪৪ জন করে রোগী করোনাভাইরাসে মারা গিয়েছে যা তার আগের সপ্তাহের চেয়ে ২৩ শতাংশ বেশি। 

গত দু’মাস ধরে ক্যালিফোর্নিয়ায় সংক্রমণের এত উচ্চ হারের পেছনে প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম চালু করে দেওয়া। এর ফলে স্বল্প বেতনভুক্ত শ্রমিকদের মধ্যে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এদের মধ্যে অধিকাংশই লাতিন আমেরিকান যাদের মালিকরা কর্মক্ষেত্রে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়নি। এছাড়া গ্রীষ্মে তরুণ প্রজণ্মের দ্বারা পার্টি, উৎসব প্রভৃতির কারণেও প্রচুর জনসমাগম হয়েছে যার ফলে সংক্রমণ বেড়ে গেছে। 

তবে সংক্রমণের ক্ষেত্রে অঙ্গরাজ্যটি কিছুটা আশার আলো দেখছে। গত ১২ সপ্তাহের মধ্যে এই প্রথম গত সপ্তাহে সংক্রমণের হার কিছুটা কমেছে। আগের সপ্তাহের তুলনায় সংক্রমণ ৯ শতাংশ কমেছে গত সপ্তাহে। 








এলএ বাংলা টাইমস/এমকে