লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় আড়াই ঘন্টা ধাওয়া করে গ্রাফিতি আর্টিস্ট আটক

ক্যালিফোর্নিয়ায় ফিল্মি কায়দায় গাড়ি ও হেলিকপ্টার নিয়ে টানা আড়াই ঘন্টা ধাওয়া করে গ্রাফিতি আর্টিস্ট ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৭ আগস্ট) ক্যালিফোর্নিয়ার বেল এলাকার সাউথ হল লেন থেকে রাত দশটায় দেওয়ালে গ্রাফিতি আঁকার সময় এক ব্যক্তিকে ধাওয়া করে পুলিশ। এ সময় গাড়ি নিয়ে আর্টিস্ট দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়ি ও হেলিকপ্টার নিয়ে গাড়িটি পিছু নেয়। আড়াই ঘন্টা ধাওয়া করে অবশেষে ১১.৩০ এ হ্যান্টিংটন পার্ক এলাকায় গাড়ি থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। 


বেল এর পুলিশ সার্জেন্ট ওয়াকার গণমাধ্যমকে জানায়, রাত ১০ টার দিকে বেল ৭১০ ফ্রিওয়ে এলাকায় এক ব্যক্তিকে দেওয়ালে গ্রাফিতি আঁকতে দেখে পুলিশ। 


এ সময় একজন পুলিশ তাকে ধরতে গেলে সে দ্রুত সুজুকি সেডান একটি গাড়িতে চড়ে বসে ও ড্রাইভার গাড়িটি নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় পুলিশ গাড়ি নিয়ে তাদের ধাওয়া করে ও সাইরেন বাজিয়ে থামতে নির্দেশ দেয়। কিন্তু সুজুকি সেডানের ড্রাইভার দ্রুত গাড়ি চালিয়ে ফ্লোরেন্স এভিনিউতে ইউটার্ন নিয়ে ১০৫ ইস্টবাউন্ড ফ্রিওয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশের আরো ছয়টি ইউনিট গাড়ি ও হেলিকপ্টার সহযোগে গাড়িটিকে থামাতে পিছু নেয়। 


অবশেষে আড়াই ঘন্টা ধাওয়া করার পর সুজুকি সেডানটি রাত ১১.৩০ মিনিটে হঠাৎ হ্যান্টিংটন পার্ক এলাকায় থেমে যায়। এরপর গাড়ি থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। 


এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডগান আটক করা হয় বলে জানিয়েছেন সার্জেন্ট ওয়াকার। পুলিশ আটককৃত দুই ব্যক্তিকে সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 




এলএবাংলাটাইমস/ওএম