লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে নিতে হবে ইনফ্লুয়েঞ্জার টিকা

ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের আগামী নভেম্বরের আগেই ইনফ্লুয়েঞ্জার টিকা 'ফ্লু শট' নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ 

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (ইউসি) কর্তৃপক্ষ সম্প্রতি এই নির্দেশ জারি করে। 

করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। তাই আসন্ন ইনফ্লুয়েঞ্জার মৌসুমে নতুন করে কোনো ঝুঁকি নিতে চাইছেনা ইউসি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ইউসি কর্তৃপক্ষ জানায়, ইউসি কমিউনিটির সকল সদস্যদের ভালোর জন্য এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বরের মধ্যেই সবাইকে ফ্লু শট নিতে হবে। 

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। রাজ্যটির প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ  ড. ডিন ব্লুমবার্গ বলেন, আসন্ন মৌসুমগুলোতে ইনফ্লুয়েঞ্জা বেশি ছড়িয়ে থাকে। করোনাভাইরাস ও ইনফ্লুয়েঞ্জার সম্মিলিত আঘাত রাজ্যটি সইতে পারবেনা। তাই এটি খুবই ভালো একটি সিদ্ধান্ত হয়েছে। 

এলএবাংলাটাইমস/ওএম