লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের হাসপাতালে কমতে শুরু করেছে করোনা রোগি

লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালে গত মাসের তুলনায় করোনাভাইরাস রোগীর সংখ্যা কমেছে। 


বর্তমানে ১৬১০ জন রোগী করোনা আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে যেখানে গত মাসে ভর্তি ছিল ২২০০ জনেরও বেশি রোগী। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩১ শতাংশের চিকিৎসা চলছে আইসিইউ-তে।

সংক্রমণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত লস এঞ্জেলেসে আক্রান্ত হয়েছে ২০৬,৭৬১ জন জা ক্যালিফোর্নিয়ায় মোট আক্রান্ত ৫৪৫,৭৮৭ রোগীর ৩৮ শতাংশ। 

হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমার পাশাপাশি মৃত্যু হারও ধীরে ধীরে কমছে লস এঞ্জেলেসে। 
মৃত্যু হার কমার পেছনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের মধ্যে আক্রান্তের হার বর্তমানে বেশি কিন্তু তরুণদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবার কারণে ভাইরাসে তাদের মৃত্যু কম হচ্ছে যা মোট মৃত্যু হারে প্রভাব ফেলছে। 

তবে এখনো ক্যালিফোর্নিয়ায় ভাইরাসে মৃত্যুহার বেশ আশংকাজনক। গত বৃহস্পতিবার অঙ্গরাজে মোট মৃত্যু ১০ হাজার পেরিয়েছে। 







এলএ বাংলা টাইমস/এমকে