লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের 'করোনাভাইরাস রেন্ট রিলিফ প্রোগ্রাম' শুরু আগামী সপ্তাহে

করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে লস এঞ্জেলেস। লকডাউনের কারণে থেমে গেছে রাজ্যটির অর্থনীতির চাকা। ফলে বিপাকে পড়েছেন রাজ্যটির নিম্ন আয়ের বাসিন্দারা।

তবে করোনাভাইরাস এইড, রিলিফ এন্ড সিকিউরিটি এক্টের আওতায় নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য সরকারি প্রণোদনা 'করোনাভাইরাস রেন্ট রিলিফ' বরাদ্দের ঘোষণা এসেছে সম্প্রতি। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে প্রণোদনার ১০০ মিলিয়ন মার্কিন ডলার রাজ্যটির তহবিলে এসে জমা হবে। এরপরই বন্টন শুরু হবে। 

সম্প্রতি করোনাভাইরাসে বিপর্যস্ত রাজ্যগুলোর নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য দুই ট্রিলিয়ন ডলার প্রণোদনা বরাদ্দ হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৭ আগস্ট থেকে পরবর্তী দুই সপ্তাহ যাবত নিম্ন আয়ের বাসিন্দাদের মধ্যে প্রণোদনা বন্টন করা হবে। লটারির মাধ্যমে নির্বাচিত ৯০০০ পরিবার এই প্রণোদনা প্রোগ্রামের অন্তর্ভূক্ত হতে পারবে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণোদনার টাকা নিতে কাউকে সিটিজেনশিপ ডকুমেন্ট দেখানোর প্রয়োজন পরবে না। 

এলএবাংলাটাইমস/ওএম