লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে কমেছে অনলাইন ক্লাসের সময়সীমা

লস এঞ্জেলেসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনলাইন ক্লাসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সময় থেকে অনলাইন ক্লাসের সময়সীমা দুই ঘন্টা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে লস এঞ্জেলেস শিক্ষা দপ্তর। 

নতুন সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ২.১৫ মিনিট পর্যন্ত ক্লাস চলবে। তবে সোমবারে ক্লাসের সময়সীমা আরো কমে যাবে। 

লস এঞ্জেলেস শিক্ষা দপ্তরের প্রধান অস্টিন বিউটনার বলেন, এখন আমরা মহামারির সময়ে আছি। আমাদের এমন অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে যার সম্মুখীন আগে কখনো হতে হয়নি। যদিও ক্লাসের সময়সীমা কমিয়ে আনা কোনো 'পারফেক্ট' সিদ্ধান্ত না। কিন্তু আমরা এখন সংক্রমণ কমাতে চাইছি যেভাবেই হোক। 

এর আগে, লস এঞ্জেলেসের বাসিন্দাদের মধ্যে দাবি উঠেছিলো ক্লাসের 'স্ক্রীন টাইম' কমিয়ে আনার জন্য। অপরদিকে কিছু অভিভাবক অনলাইন ক্লাসের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিলো। 

নতুন সিদ্ধান্তের পর অভিভাবক ও বিশেষজ্ঞ মহল বলছে, ক্লাসের সময়সীমা প্রত্যেকদিন দুই ঘন্টা কমে গেলে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যোগাযোগ ২৫ শতাংশ কমে যাবে। এতে পড়াশুনায় বিরূপ প্রভাব পরবে। 


এলএবাংলাটাইমস/ওএম