লস এঞ্জেলেস

আগস্টের ২৪ তারিখ 'কোবি ব্রায়ান্ট ডে'

লস এঞ্জেলেসের অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ আগস্টের ২৪ তারিখকে 'কোবি ব্রায়ান্ট ডে' হিসেবে ঘোষণা দিয়েছে। 

খেলোয়াড়ি জীবনে আট আর চব্বিশ নাম্বার জার্সি গায়ে খেলেছেন প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট। জার্সি নাম্বারের সাথে মিলিয়েই এই মহাতারকার স্মরণে দিনটি নির্বাচন করা হয়েছে। 

অরেঞ্জ কাউন্টি সুপারভাইজার দলের প্রধান মিশেল স্টিল বলেন, কোবি ব্রায়ান্ট নিউপোর্ট বিচে তার পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি ছিলেন আমাদের কমিউনিটির একটি রত্ন। তিনি অনেককেই স্বপ্ন বাস্তবায়নে উদ্ভুদ্ধ করতেন। 

লস এঞ্জেলস লেকার্সের হয়ে ২০ বছর খেলেছেন কোবি ব্রায়ান্ট। এই ২০ বছরে পাঁচবার লেকার্সের হয়ে এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেন তিনি। 

চলতি বছরের ২০ জানুয়ারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে মারা যান বাস্কেটবল কিংবদন্তী কোবি ব্রায়ান্ট ও তার কন্যা জিয়ানা। 


এলএবাংলাটাইমস/ওএম