লস এঞ্জেলেস

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র কর্মসূচি

আগামী ৩০শে মে, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর

মুক্তিযোদ্ধা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম

) এর ৩৪তম শাহাদাৎ বার্ষিকী। শহীদ জিয়া ছিলেন একজন সফল রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক ও

'আধুনিক বাংলাদেশের স্হপতি'। সেদিন প্রিয় নেতার মৃত্যুশোকে মূহ্যমান সারা দেশের কোটি কোটি

মানুষ অশ্রু ঝরিয়েছিল। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান ও বৃহৎ রাজনৈতিক শক্তি বাংলাদেশ

জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে প্রবাসে এই দিনটিকে স্মরণ

করে, প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ক্যালিফোর্ণিয়া শাখা'র

উদ্যোগে আগামী ৩১শে মে, রবিবার, ডাউনটাউন লস এঞ্জেলেসের কাছে বাংলাদেশী অধ্যুষিত

"লিটিল বাংলাদেশ" এলাকায় এক আলোচনা ও মিলাদ মাহফিল -এর আয়োজন করা হয়েছে।


:: শহীদ জিয়া'র ৩৪তম শাহাদাৎবার্ষিকী'তে আলোচনা ও মিলাদ মাহফিল ::
স্হানঃ শ্যাটো রিক্রিয়েশন সেন্টার
সময়ঃ বিকাল ৬:৩০ মিনিট
(3191 W 4th St, Los Angeles, CA 90020)
তারিখঃ ৩১শে মে; রবিবার


উক্ত অনুষ্ঠানে কম্যূনিটি'র প্রবাসী সকল বাংলাদেশী ভাই-বোন'দের আমন্ত্রণ জানিয়েছেন

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত ও সিনিয়র নেতৃবৃন্দগণ। এ বিষয়ে ক্যালিফোর্ণিয়া

বিএনপি'র পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যাপক লিফলেট বিতরণ, পোষ্টারিং ও প্রেস ব্রিফিংয়ের পাশাপাশি

প্রবাসী কম্যুনিটিতে ইমেইল, ফোন, টেক্সট মেসেজ ও দলের ফেসবুক পেজ থেকেও প্রচারণার কাজ

চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।