লস এঞ্জেলেস

বাড়ছে এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের দাবানল

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার লেক হিউজ অঞ্চলের দাবানল দশ হাজার পাঁচশো একর জমিতে ছড়িয়ে পরেছে৷ দাবানলটিতে এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের তিনটি ভবন ধসে গেছে। তাছাড়া স্থানীয় বাসিন্দারা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। 

ইউএস বন কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলটি খুব দ্রুত ছড়িয়ে পরছে। তাপমাত্রা ও বাতাস বাড়লে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য দাবানল নিয়ন্ত্রনে আনা কঠিন হয়ে যাবে। 

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে এমন কিছু গাছপালা আছে যেগুলো এর আগে কখনো জ্বলেনি। ফলে জায়গাটি খুব ঘন ও পুরু হয়ে আছে। ফলে দাবানল দ্রুত ছড়িয়ে যাচ্ছে। 

দাবানল ছড়িয়ে পরায় ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ওয়েস্ট পাবডেল স্ট্রিটের হাইল্যান্ড হাই স্কুলে বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে বাদিন্দাদের গাড়িতেই থাকতে হবে। 

দাবানলের কারণে পাইন ক্যানিয়ন, লেক হিউজেসসহ বেশ কিছু এলাকার রাস্তা বন্ধ করা হয়েছে। 

লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে নয়টি হেলিকপ্টার, ছয়টি এয়ার ট্যাংকার, ৫০ টি ফায়ার ইঞ্জিন ও দশটি ব্যাটেলিয়নের ১০০০ কর্মী দাবানল নিয়ন্ত্রনে কাজ করছে। 


এলএবাংলাটাইমস/ওএম