লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বন্ধ হয়ে যেতে পারে উবার!


নতুন ড্রাইভিং এর নিয়ম অনুসারে রাইড শেয়ারিং সার্ভিস উবারের কার্যক্রম ক্যালিফোর্নিয়া রাজ্যে বন্ধ হয়ে যেতে পারে। উবার চালকদের স্বাধীন ও চুক্তিভিত্তিক কর্মী বিবেচনা নাকচ করতে রাজ্যকে সমর্থন দিয়েছেন বিচারক। আদালত এটিকে কার্যকর করলে এমনটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।


সোমবার ক্যালিফোর্নিয়ার একজন বিচারক এ ব্যাপারে রাজ্যের অনুরোধ মঞ্জুর করেছেন। এতে বলা হয়েছে, উবার ও লিফট এর মতো রাইড শেয়ারিং কোম্পানিগুলো যাতে তাদের চালকদের স্বাধীন চুক্তিভিত্তিক বিবেচনা করতে না পারে বরং কর্মী বিবেচনা করে। 

কয়েক হাজার  ‘গিগ’ কর্মী ও ফুড ডেলেভারিম্যানদের সার্ভিস ক্ষতিগ্রস্ত হবে যদি জানুয়ারির ১ তারিখ থেকে নতুন আদেশ বাস্তবায়িত হয়। এতে উবার ও উবারের কর্মীরা যারা প্রতিষ্ঠানে গ্রাহকদের সেবা দিয়ে থাকেন তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে আদালতকে জানিয়েছে উবার।

উবারের প্রধান নির্বাহী দারা কারোওসাহি বলছেন, যদি আদালত তার সিদ্ধান্ত পুনরায় বিবেচনা না করেন। তাহলে নতুন মডেল অনুসারে পূর্ণাঙ্গ কর্মী হিসেবে উবার চালকদের নিয়োগ দেওয়া কঠিন হয়ে যাবে।


এলএবাংলাটাইমস/এনএইচ