লস এঞ্জেলেস

ভাড়াটিয়াদের অর্থ সহায়তা দেবে লস এঞ্জেলেস কাউন্টি

করোনাভাইরাসে মহামারীর কারণে অর্থনৈতিক সমস্যায় পড়েছেন- লস এঞ্জেলেসে বসবাসকারী এমন ভাড়াটিয়ারা তাদের ভাড়া পরিশোধের জন্য শীঘ্রই অর্থ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।  


লস এঞ্জেলেস কাউন্টির ‘রেন্ট রিলিফ’ এর আওয়তায় এ সপ্তাহের সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে এবং ৩১ অগাস্ট পর্যন্ত চলবে। পরিবারগুলোকে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ সহায়তা দেয়া হবে। 

এই জরুরি ভাড়া সহায়তার যোগান দেয়া হবে ফেডারেল ‘কেয়ারস’ অ্যাক্টের অর্থ থেকে। 

বরাদ্দকৃত অর্থের অর্ধেক সরাসরি চলে যাবে নির্দিষ্ট জিপ কোডের মধ্যে বসবাসকারী ভাড়াটিয়াদের কাছে। ভাড়াটিয়াদের বাসা থেকে উচ্ছেদ হবার অবস্থার দেখে কাউন্টি কর্তৃপক্ষ এরিয়া নির্বাচন  করবেন। বাকি অর্ধেক সহায়তা দেয়া হবে লটারির মাধ্যমে, যারা এই কার্যক্রমের শর্ত পূরণ করেছেন তেমন ভাড়াটিয়াদের কাছে। 

লস এঞ্জেলেস কাউন্টি ডেভেলপমেন্ট অথোরিটির দেয়া তথ্য অনুযায়ী যেসব ভাড়াটিয়ারা- লস এঞ্জেলেস শহরে থাকেন না, যারা মহামারীর কারণে চাকরি হারিয়েছেন অথবা কাজের ঘণ্টা কমে যাওয়ায় বেতন কমে গেছে, চাইল্ডকেয়ার বা স্কুল বন্ধ হয়ে যাওয়ায় চাইল্ডকেয়ারে যাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, যাদের পরিবারে করোনাভাইরাস আক্রান্ত রয়েছে এবং এজন্য মেডিক্যাল খরচ দিতে হবে, এবং সর্বোপরি সরকারের নিষেধাজ্ঞার ফলে যাদের আয় কমে গেছে বা বন্ধ হয়ে গেছে এমন পরিবারগুলো অর্থ সহায়তা পাবে। 







এলএ বাংলা টাইমস/এমকে