লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টিতে খুলছে ইনডোর সেলুন

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে বিপর্যস্ত রাজ্যগুলোর মতো লস এঞ্জেলেস অন্যতম। করোনার সংক্রমণে বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবস্থাপ্রতিষ্ঠান। বন্ধ রাখা হয়েছিলো রাজ্যটির বারবার শপ ও সেলুন। 

তবে বুধবার (২ সেপ্টেম্বর) থেকে লস এঞ্জেলেসে সীমিত আকারে ইনডোর সেলুন খোলার অনুমতি দিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ। লস এঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার জেনিস হ্যান জানান, রাজ্যটির স্বাস্থ্য দপ্তর ২৫ শতাংশ ইনডোর সেলুনকে কাজ করার অনুমতি দিয়েছে। 

এর আগে গভর্নর গভিন নিউসাম করোনাভাইরাস প্রতিরোধে ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে নতুন চার ধাপ পদ্ধতি চালু করেন। সেই ধাপ অনুযায়ী লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ ২৫ শতাংশ ইনডোর সেলুনকে কাজ করতে অনুমতি দিয়েছে। 

বুধবার (২ আগস্ট) লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার ও পাবলিক হেলথ ডিপার্টমেন্ট আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ইনডোর শপিং মল খোলা হবে কি না, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ। 

এলএবাংলাটাইমস/ওএম