লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে চালু হয়েছে করোনা টেস্টের ভ্রাম্যমাণ স্টোর

লস এঞ্জেলেসে চালু করা হয়েছে করোনাভাইরাস টেস্ট করার জন্য ভ্রাম্যমাণ স্টোর। পুরো সেপ্টেম্বর মাসে এই ভ্রাম্যমান স্টোরের কার্যক্রম চলবে।

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি জানান, বুধবার (২ তারিখ) থেকে শুরু হয়ে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে করোনাভাইরাস টেস্টের জন্য ভ্রাম্যমাণ স্টোরের কার্যক্রম চলবে। 

মেয়র জানান, এই স্টোরে বাসিন্দারা পূর্ব নির্ধারিত কোনো শিডিউল ছাড়াই করোনাভাইরাসের টেস্ট করাতে পারবেন। সকাল ৮ থেকে দুপুর দুইটা সেপ্টেম্বর মাসের বিভিন্নদিনে ভ্রাম্যমাণ স্টোরের কার্যক্রম চলবে। এর জন্য লস এঞ্জেলেসের ১২টি স্থানে স্টোর বসানোর প্রাথমিক পরিকল্পনা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

এলএবাংলাটাইমস/ওএম