লস এঞ্জেলেস

তীব্র হিট ওয়েভের কবলে পড়বে ক্যালিফোর্নিয়া

তীব্র হিট ওয়েভ (তাপপ্রবাহ) ধেয়ে আসছে ক্যালিফোর্নিয়াসহ পার্শ্ববর্তী বেশকিছু অঞ্চলে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে রবিবার পর্যন্ত তীব্র হিট ওয়েভের কবলে পড়তে যাচ্ছে ক্যালিফোর্নিয়া, সাউদার্ন নেভাদা ও ওয়েস্টার্ন আরিজোনার ৪৩ মিলিয়ন বাসিন্দা। 

ন্যাশনাল ওয়েদার সার্ভিস লস এঞ্জেলেস জানায়, এবারের তাপমাত্রার তীব্রতা এই অঞ্চলের পূর্বের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে দিতে পারে। তাই দিনের বেলায় সকল প্রকার 'আউটডোর' কার্যক্রম বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। 

ন্যাশনাল ওয়েদার সার্ভিস লস এঞ্জেলেস আরো জানায়, শুক্রবার উপত্যকা ও পার্বত্য এলাকাগুলোতে হিট ওয়েভ এর প্রভাব বেশি থাকবে। শনিবারে উপকূলীয় অঞ্চলে হিট ওয়েভ প্রভাব বিস্তার করবে। আর রবিবারে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে। এই দিনে তাপমাত্রা বেড়ে হতে পারে ১১৫ ডিগ্রী ফারেনহাইট। তবে রাতের বেলায় তাপমাত্রা কমে ৭০ কিংবা ৮০ ডিগ্রী ফারেনহাইট এ আসতে পারে। 

দ্যা ন্যাশনাল ওয়েদার সার্ভিস আরো জানায়, তীব্র গরমের কারণে বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। আগস্ট মাসের পর আবারো সর্বোচ্চ সময়ের জন্য ব্ল্যাকআউটের কবলে পড়তে পারে অনেক অঞ্চল।


এলএবাংলাটাইমস/ওএম