লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার দাবানল: ২২৪ জনকে হেলিকপ্টার সহযোগে উদ্ধার

নরদার্ন ক্যালিফোর্নিয়ার সিয়েরা ন্যাশনাল ফরেস্টে শুরু হওয়া দাবানলের কবল থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দুই শতাধিক মানুষ। ক্রিক ফায়ার নামের এই দাবানলটি 'ম্যামথ পুল' নামের অবকাশযাপন কেন্দ্রের দিকে দ্রুত অগ্রসর হলে মিলিটারি হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে ২২৪ জনকে। 

মাদেরা কাউন্টির শেরিফ টাইনসন পোগ রবিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানান, হঠাৎ করেই দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়লে অবকাশযাপনকেন্দ্র থেকে বের হওয়ার একমাত্র পথটি বন্ধ হয়ে যায়। আগুনটি দ্রুত অবকাশযাপন কেন্দ্রের দিকে এগিয়ে আসতে থাকায় ২২৪ জনকে মিলিটারি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কর হয়। 

শেরিফ জানান, দাবানলে অন্তত বিশ জন আহত হয়েছেন। এরমধ্যে কেউ পুড়ে গেছেন, কারো হাড় ভেঙ্গে গেছে। আর দুইজনকে গুরুতর আহত অবস্থায় স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। 

শেরিফ গণমাধ্যমকে বলেন, ম্যামথ পুল অবকাশযাপন কেন্দ্রের পরিবেশ নারকীয় হয়ে উঠেছিলো। চারদিকে আগুন ও ধোঁয়ায় ঢেকে গিয়েছিলো। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় সেখানের বাসিন্দাদের নিরাপদ স্থানে একত্রিত হতে নির্দেশ দেওয়া হয়েছিলো। 

আশা করা হচ্ছে অবকাশযাপন কেন্দ্রের সবাইকে উদ্ধার করা হয়েছে, তবে উদ্ধার অভিযান রবিবার জুড়েই অব্যাহত থাকবে - জানান শেরিফ৷ 

ইউএস ফরেস্ট সার্ভিসের মূখপাত্র ড্যান টিউন জানান, গত শুক্রবারে শুরু হওয়া দাবানলটি খুবই দ্রুতই ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে দাবানলের কারণে ৩৬ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ড্যান টিউন জানান, এখন পর্যন্ত দাবানল একটুও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ধোঁয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে কাজ করা কঠিন হয়ে গেছে। 

ইউএস ন্যাশনাক ফরেস্ট সূত্র জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে ৪৫০ জন ফায়ার সার্ভিস কর্মী, তিনটি হেলিকপ্টার ও তিনটি এয়ার ট্যাংকার কাজ করছে। 

এলএবাংলাটাইমস/ওএম