লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত

গত ৩০ শে মে ২০১৫ শনিবারে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন করা হয়ে গেল। এ উপলক্ষে লস এঞ্জেলেসে স্থানীয় সংগঠন ‘তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া’ এক অনুষ্ঠানের আয়োজন করে। স্থানঃ নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি । প্রথমে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে । সবার মন ছুয়ে যায় নজরুল সঙ্গীতের বিদ্রোহী সুর।  তারপর মঞ্চে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণ জানানো হয় । অতিথিরা হলেন, লেখক আহমেদ মাজহার, চ্যানেল আইয়ের মহাবাবস্থাপক , ছড়াকার আমিরুল ইসলাম ও গীতালি হাসান ও নজরুল সঙ্গীতশিল্পী শাহিন সামাদ। তারা নজরুলের জীবন ও তার সাহিত্য কর্ম নিয়ে বক্তব্য রাখেন। তার পর আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন ধরনের লোকজন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌসুমী বড়ুয়া।  অনুষ্ঠান শেষে ডিনারের বাবস্থা করা হয়েছিল। নজরুল জন্ম বার্ষিকী পালন অনুষ্ঠানে মাইকে সমস্যা যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। উপস্থিত সবাই ভবিষ্যতে এই সমস্যা পরিহার করার আশা পোষণ করেন। অন্যদিকে তরঙ্গ’র সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন চৌধুরী দেশে থাকায় এই অনুষ্ঠানে যোগদিতে পারেন নাই।  সব শেষে জনাব শিপার চৌধুরী সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।