লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বর্ণবাদবিরোধী বিক্ষোভ: আটক ১৮ জন

ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি দুই ডেপুটির গুলিতে প্রাণ হারিয়েছেন কৃষ্ণাঙ্গ যুবক ডিজন কিজি। এই ঘটনার পরই ক্যালিফোর্নিয়ায় বর্ণবাদবিরোধী বিক্ষোভ দানা বেঁধেছে। গত তিনদিনের চলমান বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে ১৮ বিক্ষোভকারী। 

এর আগে, লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের পক্ষ থেকে ডিজন কিজি হত্যা সম্পর্কে জানানো হয়,  'গাড়ি আইন'  ভাঙায় ও দায়িত্বরত এক ডেপুটিকে আক্রমণ করায় কিজিকে গুলি করা হয়েছে। 

বিক্ষোভের অংশ হিসেবে গত তিনদিন ধরে লস এঞ্জেলেস কাউন্টি স্টেশন ঘেরাও করে রেখেছিলো বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিক্ষোভকারী ও ডেপুটিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে ১৮ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। এ সময় বিক্ষোভকারীদের উপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

ডেপুটি শেরিফ অফিস জানায়, বিক্ষোভকারীরা এক পর্যায়ে সহিংস হয়ে ইট ও বরফ যুক্ত বোতল নিক্ষেপ করতে থাকে। এরপরই বিক্ষোভকারীদের উপর গ্যাস নিক্ষেপ করা হয় ও আঠারো জনকে আটক করা হয়। 

 এলএবাংলাটাইমস/ওএম