লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় দাবানলে তিনজনের মৃত্যু, বাড়ছে আগুন

ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের দাবানল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নরদার্ন ক্যালিফোর্নিয়ায় দাবানলের প্রকোপে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মাস থেকে এখন পর্যন্ত দাবানলের কারণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে। 

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চলে ১০০টির মতো দাবানল সক্রিয় রয়েছে। এরমধ্যে দাবানলের কারণে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটন রাজ্য। রাজ্যগুলোতে চলমান বৈরি আবহাওয়া ও মৌসুমি শুষ্ক ঝড়ো বাতাসে দাবানল আরো মারাত্মক আকার ধারণ করছে। ইতোমধ্যে দাবানলে রাজ্য তিনটির প্রায় তিন মিলিয়ন একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, দাবানলের প্রকোপে বিস্ফোরণ ঘটায় তিনজনের মৃত্যু হয়৷ তাছাড়া বেশ কয়েকজন আগুনে পুড়ে গেছে৷ পাশাপাশি নরদার্ন সিয়েরা নেভাদা অঞ্চলের হাজার হাজার বাড়ি দাবানলে পুড়ে যাওয়ার আশংকায় রয়েছে। ফলে ইউবা, প্লুমাস কাউন্টির প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। 

এলএ ফায়ার আরো জানায়, সিয়েরা ন্যাশনাল ফরেস্টের দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সিয়েরা ন্যাশনাল ফরেস্টের ক্রিক ফায়ারের কারণে এখন পর্যন্ত ফ্রেসনো ও মাদেরা কাউন্টির দুই লাখ একর জমি ও ৪০০টি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তাছাড়া, জেন্ডার রিভিল পার্টির আতশবাজি থেকে শুরু হওয়া এল দরেদোর দাবানলে ১২ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের একান্ত চেষ্টায় ১৭ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এদিকে, অরেগন রাজ্যের গভর্নর ক্যাট ব্রাউন জানান, দাবানলের কারণে রাজ্যের কয়েকটি শহর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অঞ্চলটিতে ঘন্টায় ৭২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় আরো দ্রুত ছড়াচ্ছে দাবানল। ফলে অরেগন এর উপত্যকা ও উপকূলীয় অঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দা সরে যেতে বাধ্য হয়েছে। 

অরেগন ও ক্যালিফোর্নিয়ার পাশাপাশি দাবানলে বিপর্যস্ত ওয়াশিংটন রাজ্যটিও। রাজ্যটির গভর্নর জে ইন্সলে জানান, ১২টি দাবানলের কারণে এখন পর্যন্ত দুই লাখ একর জমি পুড়ে গেছে৷ একটি কাউন্টির ৮০ শতাংশ বাড়িঘর ও পাবলিক প্রোপার্টি বিনষ্ট হয়েছে দাবানলে। 


এলএবাংলাটাইমস/ওএম