লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্রে দাবানলে ২৬ জনের মৃত্যু, নিখোঁজ আরো ১২

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ক্যালিফোর্নিয়ায় ১৯ জন, অরেগন রাজ্যে ৬ জন ও ওয়াশিংটন রাজ্যে ১ জন দাবানলের প্রকোপে প্রাণ হারায়। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, অরেগন, ওয়াশিংটন, ইডাহো ও মন্টানায় ১০০টির বেশি দাবানল সক্রিয় রয়েছে। এই দাবানলে বারোটি রাজ্যের প্রায় সাড়ে চার মিলিয়ন একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এলএ ফায়ার সূত্র জানিয়েছে, সম্প্রতি চলমান দাবানলগুলোর মধ্যে সবচেয়ে বড় তিনটি দাবানলের সূত্রপাত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। অল্প বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা আর শুষ্ক ঝড়ো বাতাসে দাবানল আরো তীব্র আকার ধারণ করেছে। এসব দাবানল নিয়ন্ত্রনে আরো সময় লাগবে। 

ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া দাবানলগুলোর মধ্যে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে নর্থ কমপ্লেক্সের স্যাকরামেন্টোর দাবানল। গত আগস্টে বজ্রপাতের কারণে শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে ৪ লাখ ৭১ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট অনেকগুলো দাবানল একসাথে আরো বাড়ছে আগুন। এই দাবানলে ইতোমধ্যে এক শিশুসহ ১০ জন মারা গেছে। 

এদিকে, সিয়েরা ন্যাশনাল ফরেস্টের দাবানল আগের থেকে কিছুটা নিয়ন্ত্রনে এসেছে বলে জানিয়েছেন ফরেস্ট সার্ভিস সুপারভাইজার ডিন গোল্ড। তিনি বলেন, 'আবহাওয়া অনুকূলে থাকায় আগুনের ছয় শতাংশ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত প্রায় দুই লাখ একর জমি আগুনে পুড়ে গেছে। সেক্ষেত্রে এটাকে ফায়ার সার্ভিস কর্মীদের সফলতা বলা যায়'। 

ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্যালিফোর্নিয়ায় এতো ঘনঘন বিপর্যয় দেখা দিচ্ছে। গতবছরেও দাবানলে ক্যালিফোর্নিয়া বিপর্যস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি আর অস্বীকার করার উপায় নেই। 

ক্যালিফোর্নিয়ার পাশাপাশি অরেগন রাজ্যেও দাবানলের প্রকোপ ছড়িয়ে পড়েছে তীব্রভাবে। অরেগন ডিপার্টমেন্ট অব ফরেস্টি ফায়ার চীফ ডোউগ গ্রেফ জানান, অরেগনের অন্তত আটটি দাবানল আসন্ন শীত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দাবানলের কারণে ইতোমধ্যে ৫০,০০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে ১৬ বছরের এক শিশুসহ দাবানলে মৃত্যু হয়েছে ছয়জনের। তাছাড়া নিখোঁজ রয়েছে জ্যাকসন, লেন এবং ম্যারিওন কাউন্টির ১২ জন বাসিন্দা। 

এছাড়াও ওয়াশিংটনে চলমান দাবানলে ইস্টার্ন ওয়াশিংটনের প্রায় ৮০ শতাংশ কাঠামো সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। প্রায় ১৬ টি বড় দাবানল এখনো সক্রিয় আছে রাজ্যটিতে। এছাড়াও দাবানলের কবলে পড়ে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটনের বাতাসকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে ফেডারেল এয়ার কোয়ালিটি মনিটরস। আর বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের কারণে দূষিত বাতাসে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকাও রয়েছে। 

এলএবাংলাটাইমস/ওএম