লস এঞ্জেলেস

লিটল বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা উদযাপনের সিদ্ধান্ত

হলিউড খ্যাত লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা ২০২০ করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নেতৃবৃন্দ।

গতকাল সন্ধ্যায় বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সভাপতি অমর হালদারের বাসভবনে সাধারণ সম্পাদক সঞ্চয় ঘোষের আহ্বানে ও পরিচালনায় এক সভায় এই সিদ্ধান্ত হয়। এসময় উপস্থিত ছিলেন সুবর্ন নন্দী তাপস,  বিপুল চৌধুরী, শিব নারয়ণ দাস, অরুপ তরফদার, পল্লব দাস, পঙ্কজ দাস, ইলিয়াস সিকদার, দিপংকর সাহা, টিটো সাহা, রাজীব নন্দী, সচীন মজুমদার সহ আরও অনেকে।

সভার প্রথমেই মহামারী করোনায় সমগ্র বিশ্বে যারা আক্রান্ত মারা গেছেন তাদের স্মরণ করা হয় এবং করোনার কারনে প্রায় দীর্ঘ ছয় মাস পর বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নেতৃবৃন্দ একত্রিত হয়ে সকলের খোজ খবর নিয়েছেন। করোনা মহামারির কারনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কিভাবে প্রতি বছরের ন্যায় দুর্গা পূজা ২০২০ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনার পর উপস্থিত সবাই মিলে পূজা করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করে আসছেন। পূজা কিভাবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে তার বিস্তারিত শীঘ্রই জানানো হবে। সভাপতি অমর হালদার ও সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ  উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার শুভ সমাপ্তি ঘোষনা করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ