লস এঞ্জেলেস

দাবানলে বিষাক্ত ক্যালিফোর্নিয়াসহ পশ্চিমাঞ্চলের বাতাস

ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে। ইতোমধ্যে দাবানলে লাখ লাখ একর জমি ভস্মীভূত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও অরেগনসহ বিভিন্নরাজ্যের বাতাস মারাত্মক দূষণের কবলে পড়েছে। 

যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স সূত্র সম্প্রতি জানিয়েছে, সিয়াটল, অরেগন, স্যান ফ্রান্সিসকো, পোর্টল্যান্ড এবং লস এঞ্জেলেসের বাতাস পৃথিবীর অন্যতম দূষিত বাতাসে পরিণত হয়েছে। 

দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার ইতোমধ্যে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া প্রায় ৩০ লাখ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে গেছে প্রায় ৪০০০ কাঠামো। মারাত্মক দূষিত হয়েছে ক্যালিফোর্নিয়ার বাতাসও। 

গভর্নর নিউসাম জানিয়েছেন, দাবানল আক্রান্ত এলাকার বাতাস বর্তমানে বিশটি সিগারেটের দূষণের মতোই তীব্র। 

এছাড়াও অরেগনে দাবানলে ১০ জন মারা গেছে। দূষিত হয়েছে অরেগনের বাতাস। ফলে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে মাস্ক বিতরণ করছে। তাছাড় ওয়াশিংটন কর্তৃপক্ষ বাদিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। 


এলএবাংলাটাইমস/ওএম