লস এঞ্জেলেস

হাসপাতালে কমেছে করোনা রোগী, তবে শঙ্কামুক্ত নয় লস এঞ্জেলেস: গারসেটি

লস এঞ্জেলেসের হাসপাতাল ও মেডিকেল সেন্টারগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা হ্রাসের ধারা অব্যাহত রয়েছে। গত বছরের জুলাই মাস থেকেই হাসপাতালগুলোতে ক্রমান্বয়ে কমেছে করোনা রোগী। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

মেয়র এরিক গারসেটি জানান, করোনাভাইরাস মোকাবেলায় লস এঞ্জেলেস সঠিক পথে রয়েছে, তবে এখনো সম্পূর্ণ শঙ্কামুক্ত নয় রাজ্যটি। চলমান মহামারির এই সময়ে সর্বনিম্ন সংখ্যক রোগী হাসপাতালগুলোতে রয়েছে। 

মেয়র আরো জানান, বর্তমানে মৃত্যুর হার ও আক্রান্তের সংখ্যা যেভাবে কমছে, আশা করা যায় আগামী দুই মাসের মধ্যে লস এঞ্জেলেসকে সাবস্ট্যানশিয়াল ধাপে দেখা যেতে পারে। যেসব অঞ্চলে এক লাখ বাসিন্দার মধ্যে চার থেকে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয় বা আক্রান্তের হার পাঁচ থেকে আট শতাংশ হয়, সেসব অঞ্চল সাবস্ট্যানশিয়াল বা লাল কোডের অন্তর্ভুক্ত রাখা হয়। 

তবে মেয়র বাসিন্দাদের মাস্ক পরিধান করতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও 'সোশ্যাল গেদারিং' এড়িয়ে চলতে পরামর্শ দিয়ে বলেন, 'করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানা হলে লস এঞ্জেলেসের অবস্থা আবারো নাজুক হয়ে পড়বে।  

মেয়র এরিক গারসেটি জানান, বর্তমানে করোনা সংক্রমণের হার দশমিক ৯৫ শতাংশ। এরমানে নতুন একজন আক্রান্ত হলে দ্বিতীয় আরেকজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। তাই সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনাভাইরাস বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন মেয়র এরিক গারসেটি। তিনি বলেছেন, ট্রাম্প যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারতো, তবে যুক্তরাষ্ট্রে লাখ লাখ বাসিন্দার প্রাণ হারাতে হতো না। 


এলএবাংলাটাইমস/ওএম