লস এঞ্জেলেস

তীব্র হচ্ছে ক্যালিফোর্নিয়ার 'ববক্যাট ফায়ার'

ক্যালিফোর্নিয়ার এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের দাবানল 'ববক্যাট ফায়ার' ক্রমেই তীব্র হচ্ছে। রাতারাতি দাবানলটি ৮০ মাইল পর্যন্ত ছড়িয়ে গেছে। 

এলএফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত দাবানলের মাত্র তিন শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ফলে আশেপাশের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে যেতে বাধ্যতামূলক নির্দেশ দিতে হয়েছে৷ 

এদিকে, বনভূমির কাছে ক্ষুদ্র কমিউনিটি জুনিপার হিলস কমিটি অন্যত্র সরে যেতে অস্বীকৃতি জানালে কর্তৃপক্ষ বাধ্যতামূলক সরে যেতে নির্দেশ জারি রেখেছে। 

এছাড়াও পাহাড়ের পাদদেশের কমিউনিটি মনোরভিয়া, সিয়েরা মাদ্রে, আর্কাডিয়া, আলটাডেনা, পাসাদেনার বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। আর্কাডিয়ার হানিংটনে বাসিন্দাদের জন্য আশ্রয় শিবির খোলা হয়েছে৷ 

ইউএস ফরেস্ট সার্ভিস সূত্র জানিয়েছে, দাবানলটি মাউন্ট উইলসন অবজারভেটরি কাউন্টির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা অনবরত ওই স্থানে দাবানল ছড়িয়ে পড়া রোধ করতে কাজ করছে।

এর আগে ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আরো লোকবল ও সরঞ্জাম এর ব্যবস্থা করা হচ্ছে।  

এলএবাংলাটাইমস/ওএম