লস এঞ্জেলেস

লাসভেগাসে প্রবাসীদের জমকালো বৈশাখী মেলা

কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বাঁধবে আর বাঙ্গালী যেখানেই যাক প্রানের বৈশাখী উৎসব সব সময় থাকছে সাথে। তার ব্যত্যয় না ঘটিয়ে শুভ নববর্ষ ১৪২২ উপলক্ষে লাস ভেগাসে হতে যাচ্ছে বৈশাখী মেলা। বৈশাখী সাজে বাঙ্গালীর উৎসব । এ অনুস্থানে থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, অপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া গুহথাকুরতা,


 উত্তর আমেরিকার জনপ্রিয় ব্যান্ড ওপার , সাথে থাকছে ছোটদের
গীতিনাট্য , গান, কবিতা।
তারপর থাকছে মুখরোচক দেশীয় খাবার ও পিথা পুলির সমাহার। মেলা বসবে দেশীয় পশাক ও হস্তশিল্পের নানা সমাহারের।
উক্ত বৈশাখী মেলায় বিশেষ অতিথি হিসেবে থাকছেন লস এঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সুলতানা লায়লা হোসেন ।

স্থানঃ সামারলিন গার্ডেন সেন্টার পার্ক, ১০৪০১ গার্ডেন পার্ক ড্রাইভ,
 লাস ভেগাস, নেভাদা ৮৯১৩৫ ।
তারিখঃ ৬ জুন ২০১৫ শনিবার
সময়ঃ সকাল ১১ থেকে সন্ধ্যা ০৮ তটা পর্যন্ত এবং প্রীতিভোজের সময় দুপুর ১২ টা।
যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
শ্রুতি – ৭০২.৩২৮.২৬০৪,
লিপিকা – ৭০২.৫০৫.৩৭৭৯,
সুমিতা – ৭০২.৮২১.৬৬৮০,
লাবনি -৭০২.৬০৬.০৪৫৭,
অ্যানি – ৭০২.৩২৬.০৮৯৮,
সাদিয়া – ৭০২.৩২১.৫৩৭২