লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প!

চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যালিফোর্নিয়া। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১.৩৮ মিনিটে রোজমেড এর দুই মাইল দক্ষিণে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউএস জিওলজিকাল সার্ভে। 

ইউএস জিওলজিকাল সার্ভে সূত্র জানায়, ভূমিকম্পটি কেন্দ্র থেকে ১০ মাইল গভীরে উৎপন্ন হয়েছে। এটির প্রভাব ক্যালিফোর্নিয়াসহ স্যান ডিয়েগো পর্যন্ত বিস্তৃত হয়েছে।

তবে ভূমিকম্পের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে লস এঞ্জেলেস পুলিশ জরুরি প্রয়োজনে বাসিন্দাদের ৯১১তে কল দিতে অনুরোধ জানিয়েছে। 

ইউএস জিওলজিকাল সার্ভে আরো জানায়, ভূমিকম্পটি  সাউথ স্যান গ্যাব্রিয়েল, মন্টেবেলো, সাউথ এল মন্টে ও স্যান গ্যাব্রিয়েল এর এক মাইলের মধ্যে ছড়িয়ে পড়েছে। 

গত দশদিনের মধ্যে কেন্দ্র থেকে উৎপন্ন তিন মাত্রা বা এর থেকে বেশি মাত্রার এটিই প্রথম ভূকম্পন। 

 সাম্প্রতিক তথ্য অনুযায়ী, লস এঞ্জেলেসে প্রায় প্রতি বছরই গড়ে পাঁচটি চার বা পাঁচ মাত্রার ভূমিকম্প হয়ে থাকে। 


এলএবাংলাটাইমস/ওএম