লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার দাবানল: আরো ১ জনের মৃত্যু, বাড়ি বিধ্বস্ত

ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চলের দাবানল পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে যেয়ে মারা গেছেন এক ফায়ার সার্ভিস কর্মী। তাছাড়া লস এঞ্জেলেসের জুনিপার হিলসের ববক্যাট ফায়ারে ঝড়ো বাতাসে আগুন ছড়িয়ে এক বাড়ি ভস্মীভূত হয়েছে। 

এলএ ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই মাসের শুরুতে জেন্ডার রিভিল পার্টি থেকে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। 

এ নিয়ে রাজ্যটিতে দাবানলের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে। স্যান বার্নারডিনোর এল দরেদো দাবানল নিয়ন্ত্রণে ফায়ার কর্মীটি বনভূমির ৭৫ মাইল গভীরে কাজ করছিলো। এখন পর্যন্ত এল দরেদোর ফায়ারে ছয়টি কাঠামো সম্পূর্ন ভস্মীভূত হয়েছে।

এল ফায়ার সূত্র আরো জানায়, নরদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানল ববক্যাট হঠাৎ করে ঝড়ো ও শুষ্ক বাতাসে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। পরবর্তীতে আগুন একটি বাড়িতে যেয়ে লাগলে সেটি মুহুর্তেই ভস্মীভূত হয়ে যায়। 

দাবানলটির কারণে এখন পর্যন্ত বিশ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলের কারণে স্থায়ী উচ্ছেদ হুমকির মুখে রয়েছে স্থানীয় বেশ কয়েকটি কমিউনিটির বাসিন্দা।


এলএবাংলাটাইমস/ওএম