লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আবার বেড়েছে করোনা সংক্রমণ

লস এঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবার বেড়েছে। গত কয়েক মাস ধরে করোনা সংক্রমণের হার ক্রমান্বয়ে কমলেও গত চারদিনে আবার বেড়েছে সংক্রমণ। 

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, গত চারদিনে আবার করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগের 'লেবার ডে' এর ছুটির কারণে এই সংক্রমণ বাড়তে পারে। 

আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে ফেরেরা বলেন, লেবার ডের ছুটির কারণে স্বাস্থ্যবিধি লংঘন করায় বাসিন্দাদের মধ্যে সংক্রমণ বেড়েছে। এটি হলে আগামী কয়েকদিন আক্রান্তের সংখ্যা বেশিই থাকবে। 

তিনি আরো বলেন, এছাড়া লস এঞ্জেলেসে করোনা টেস্টের বুথ চালু করায় আগের থেকে টেস্টের সংখ্যা বেড়েছে। ফলে চারদিন ধরে আক্রান্তের সংখ্যা আগের থেকে বেশি আসছে। 

এর আগে লস এঞ্জেলসের গভর্নর এরিক গারসেটি জানিয়েছিলেন, আগামী দুইমাসের মধ্যেই লস এঞ্জেলেসে সাবস্ট্যানশিয়াল ধাপে চলে যাবে। কিন্তু বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রতি লাখে ৮ দশমিক ১ শতাংশ হওয়ায় আবারো শঙ্কা দেখা দিয়েছে রাজ্যটির অর্থনীতিতে। 

প্রসঙ্গত, শনিবার পর্যন্ত লস এঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩৪৩ জন। এরমধ্যে মারা গেছে তেরো জন। এছাড়া এখন পর্যন্ত করোনাভাইরাসের কারণে হাসপাতালে ভর্তি আছেন ৭৩২ জন। এরমধ্যে  ইনসেনটিভ কেয়ারে রাখা হয়েছে ৩১ শতাংশ রোগীকে। 

এলএবাংলাটাইমস/ওএম