লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার অতিক্রম করলো। রবিবার (২০ সেপ্টেম্বর) জন হপকিন্স ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য মতে, ক্যালিফোর্নিয়ায় এখন করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ২ জন। 

সমগ্র যুক্তরাষ্ট্রজুড়ে ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা চতুর্থ সর্বোচ্চ। প্রথম অবস্থানে আছে নিউইয়র্ক। এখন পর্যন্ত ৩৩ হাজার ৮১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউজার্সি, তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে টেক্সাসে। এরপরই মৃতের দিক দিয়ে ক্যালিফোর্নিয়ার অবস্থান। 

ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা সর্বোচ্চ ৬ হাজার ৩৩০ জন। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ছিলো, যা প্রায় ৭ লাখ ৭৫ হাজার জন। 

তবে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য দপ্তর বলছে, সাধারণত ক্ষুদ্র কমিউনিটিগুলোতেই মৃতের সংখ্যা বাড়ছে৷ ল্যাটিনো, আফ্রিকান আমেরিকান, নেটিভ হাওয়াই ও প্যাসিফিক দ্বীপবাসিন্দাদের মধ্যেই মূলত মৃতের সংখ্যা অত্যাধিক। 


এলএবাংলাটাইমস/ওএম