লস এঞ্জেলেস

বেকার ভাতার আবেদন বেড়েছে ক্যালিফোর্নিয়ায়

করোনাভাইরাসের কারণে ক্যালিফোর্নিয়ায় কর্মহীন বাসিন্দার সংখ্যা বেড়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার 'এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট' এর প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, ক্যালিফোর্নিয়ায় আগের থেকে অনেক বেশি বাসিন্দা কর্মহীন ভাতার জন্য আবেদন করেছেন। 

ক্যালিফোর্নিয়ার 'এমপ্লয়মেন্ট' ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য 'স্ট্রাইক টিম' নামের বিশেষ একটি দল নিযুক্ত করেছিলো রাজ্যটি। 

স্ট্রাইক টিমের একশো পৃষ্ঠার প্রতিবেদনে দেখা গেছে, গত এক মাস ধরে প্রতিদিন ৬০ হাজার বাসিন্দা নিজেদের কর্মহীন দাবি করে বেকারভাতার জন্য আবেদন করেছেন। এরমধ্যে আরো অনেকেই আবেদন করতে চেয়েও পারেননি। রিপোর্টে বলা হয়েছে, ডিপার্টমেন্ট থেকে যদি আবেদন প্রক্রিয়া প্রত্যেকদিন যাচাই না করা হয়, তবে এই  জট আরো দীর্ঘায়িত হবে। 

জমা পড়া আবেদনের ৪০ শতাংশ 'ম্যানুয়াল প্রসেস' এর মাধ্যমে যাচাই করা হলেও এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এ পর্যাপ্ত লোকবলের সীমাবদ্ধতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

স্ট্রাইক টিমের প্রতিবেদনে চার মাস ধরে জমা হওয়া আবেদনের জট ছাড়াতে ডিপার্টমেন্টকে একটি পরিকল্পনা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নর গভিন নিউসামের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 



এলএবাংলাটাইমস/ওএম