লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড পার্ক খুলতে কর্তৃপক্ষের কাছে আপিল

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে অবস্থিত ডিজনিল্যান্ড পার্ক খুলে দিতে ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ওয়াল্ট ডিজনি। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ডিজনি পার্কের চেয়ারম্যান জশ ডি'আমারো রাজ্য কর্তৃপক্ষের কাছে এই আবেদন জানান। 

ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সাংহাই, প্যারিস ও ফ্লোরিডায় সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে ডিজনিপার্ক চালু করা হয়েছে। হংকং এর ডিজনিল্যান্ডও আগামী শুক্রবার খুলে দেওয়া হবে। 

ডিজনিল্যান্ড পার্কের চেয়ারম্যান জশ ডি'আমারো এক বিবৃতিতে বলেন, ডিজনিল্যান্ড পার্ক খোলা থাকলে ৮০,০০০ বাসিন্দার আয়ের পথ সচল থাকে। 

তিনি বলেন, এখনই সময় পার্ক খুলে দেওয়ার। ক্যালিফোর্নিয়ার অর্থনীতি এখন নাজুক। এখনই পার্ক চালু করার অনুমতি না দিলে অরেঞ্জ কাউন্টির হাজার হাজার বাসিন্দা বিপদে পড়বে। সঠিক স্বাস্থ্যবিধি মেনে পার্ক চালু করার অনুমতি দিলে কোনো অসুবিধাই হবে না। 

ওয়াল্ট ডিজনির অফিশিয়াল ওয়েবসাইটে এক ভিডিও সংযুক্ত করে দেয় যেখানে দেখা যায় অন্যান্য  ডিজনিল্যান্ড পার্কে দর্শনার্থীরা মাস্ক পড়ে ও সামাজিক দূরত্ব মেনে অবকাশ যাপন করছেন। 

প্রসঙ্গত, অরেঞ্জ কাউন্টিতে বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।বর্তমানে দ্বিতীয় টিয়ার অর্থাৎ সাবস্টেনশিয়াল ধাপে রয়েছে রাজ্যটি। 


এলএবাংলাটাইমস/ওএম