লস এঞ্জেলেস

নিয়ন্ত্রণে আসছে ক্যালিফোর্নিয়ার দাবানল 'ববক্যাট ফায়ার'

ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে ক্যালিফোর্নিয়ার সিয়েরা ন্যাশনাল ফরেস্টের দাবানল ববক্যাট ফায়ার। ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত চেষ্টায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত দাবানলটির ১৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে৷ 

ইউএস ফরেস্ট সার্ভিস সূত্র জানিয়েছে, দাবানলে ইতোমধ্যে ১ লাখ ৯ হাজারের একর জমির বেশি ভস্মীভূত হয়েছে। অন্তত তিন সপ্তাহ ধরে সক্রিয় রয়েছে দাবানলটি। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে ১৫০০ কর্মী কাজ করছে, তবে আরো বেশি জনবল প্রয়োজন সম্পূর্ণ দাবানল নিয়ন্ত্রণে আনতে। দাবানলের কারণে ইতোমধ্যে ২৯ টি ভবন ধসে গেছে, আরো ৬০ টি ভবন ধসে যেতে পারে ধারণা করা হচ্ছে। 

দাবানলের কারণে এঞ্জেলেস ফরেস্টের পর্যটন অবকাশ কেন্দ্র মাউন্ট উইলসন এরিয়া ঝুঁকিতে রয়েছে। এছাড়াও বেশকিছু পাহাড়ে বসবাসরত কমিউনিটির বাড়িঘর ও স্টেট রুটের দুটি কাঠামো ধসে যেতে পারে। ইতোমধ্যে ১০০০ বাড়িঘর পুড়ে যাওয়ার আশংকা করছে ফরেস্ট কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে, দাবানল আক্রান্ত অঞ্চলগুলোর বাতাস দূষিত হওয়ায় রেড এলার্ট জারি রেখেছে সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। 


এলএবাংলাটাইমস/ওএম