লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ববক্যাট ফায়ারে ধসে গেছে ৫২টি বাড়ি

ক্যালিফোর্নিয়ার সিয়েরা ন্যাশনাল পার্কে শুরু হওয়া দাবানল ববক্যাট ফায়ারে কমপক্ষে ৫২টি ভবন ও বাড়ি ধসে গেছে। এছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে কমপক্ষে ৭০টি ভবনের। দাবানলের কারণে অন্যত্র সরে যেতে হয়ে কয়েক হাজার বাসিন্দাকে। 

বুধবার (২২ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, ববক্যাট ফায়ার বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে৷ 

এলএ ফায়ার সূত্র জানায়, ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় দাবানলের ৩৮ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। চলমান ঠান্ডা আবহাওয়া ও মৃদু বাতাসের কারণে আরো বেশি আক্রান্ত অঞ্চলের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। 

১৯৯০ সালের পর তৃতীয় বৃহৎ দাবানল এই ববক্যাট ফায়ার। ইতোমধ্যে দাবানলের কারণে ১ লাখ ১৩ হাজার একর জমি ভস্মীভূত হয়েছে৷ অন্যত্র সরে যেতে বাধ্য হওয়া বাসিন্দাদের জন্য পাবডেল হাই স্কুলে সাময়িক আশ্রয় শিবির খুলেছে রাজ্য কর্তৃপক্ষ। 

ন্যাশনাল এঞ্জেলেদ ফরেস্টের এই দাবানল নিয়ন্ত্রণে কমপক্ষে ১৫০০ ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। 


এলএবাংলাটাইমস/ওএম