লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ইডিডি কার্ড জালিয়াতি: আটক ৮৭

ক্যালিফোর্নিয়ায় ইডিডি কার্ড (আনএমপ্লয়মেন্ট ইন্সুরেন্স কার্ড) জালিয়াতির মাধ্যমে সাড়ে তিন মিলিয়ন ডলার অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮৭ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেভারলি হিলস পুলিশ জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়ে প্রতারকদের আটক করে। 

বেভারলি হিলস পুলিশ জানায়, আটককৃতদের কাছে সাড়ে তিন মিলিয়ন ডলারসহ ১৮১টি ইডিডি কার্ড, সাতটি বন্দুক ও নগদ সাড়ে চার লাখ ডলার উদ্ধার করে। পুলিশ জানায়, ক্যালিফোর্নিয়া থেকে এদের উদ্ধার করা হলেও এদের অধিকাংশই ক্যালিফোর্নিয়ার বাইরের বাসিন্দা। 

বেভারলি হিলস পুলিশের লেফটেনেন্ট ম্যায সুভিন জানান, ইডিডি কার্ডের মাধ্যমে প্রতারকরা দামি জামাকাপড়, জুতা, ব্যাগ ও অন্যান্য জিনিস ক্রয় করছিলো। এদের অধিকাংশই বাসা ভাড়া নিয়ে ও গাড়ি ক্রয় করে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছিলো। 


প্রতারকরা মূলত ক্যালিফোর্নিয়ার এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর ওয়েবসাইটে অন্য কারো নাম দিয়ে রেজিস্ট্রেশন করতো। প্রতারকেরা সাধারণত কোনো অসুস্থ ব্যক্তি, কারাগারে থাকা ব্যক্তি কিংবা নার্সিং হোমে ভর্তি কারো নাম ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ইডিডি কার্ড নিতো। 

ক্যালিফোর্নিয়ার এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জানিয়েছে, ওয়েবসাইটের সুরক্ষায় দুই সপ্তাহ বন্ধ থাকবে অনলাইনে বেকারভাতার জন্য আবেদনের কার্যক্রম। 

আটককৃতদের বিরুদ্ধে জালিয়াতি ও পরিচয় গোপন ও বিকৃতির অভিযোগ এনেছে বেভারলি পুলিশ। 


এলএবাংলাটাইমস/ওএম