লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বাড়ছে করোনার সংক্রমণ, শীঘ্রই স্বাভাবিক হচ্ছেনা পরিস্থিতি

লস এঞ্জেলেসে আবার বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক মাস ধরে আক্রান্ত রোগীর সংখ্যা কম ছিলো। কিন্তু লেবার ডের ছুটির পরই সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। 
লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জানিয়েছেন,  আগামী সপ্তাহ লস এঞ্জেলেসের করোনা পরিস্থিতি আরো গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে লস এঞ্জেলেসের স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কবে খোলা হবে। 


বর্তমানে লস এঞ্জেলেস টিয়ার ওয়ান অর্থাৎ রেড জোনের অন্তর্ভূক্ত রয়েছে। ফলে অধিকাংশ পাবলিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, লস এঞ্জেলেসে এখন পর্যন্ত মহামারি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৩ হাজার বাসিন্দা। এরমধ্যে মারা গেছেন ৬ হাজার ৪২৩ জন। 

যুক্তরাষ্ট্রের অন্যান্য কাউন্টিগুলোর থেকে লস এঞ্জেলেসে আক্রান্তের হার উল্লেখযোগ্য হারে বেশি। আজকেও লস এঞ্জেলেসে মারা গেছেন ২২ জন। 

মেয়র এরিক গারসেটি বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। 



এলএবাংলাটাইম/ওএম