লস এঞ্জেলেস

মোটরচালিত যানের লাইসেন্সের মেয়াদ বাড়াচ্ছে ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ার মোটরচালিত যানবাহনের ফুরিয়ে যাওয়া লাইসেন্সের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভ্যাহিকেল। 

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই বছরের মার্চ বা তার আগে ফুরিয়ে যাওয়া লাইসেন্সগুলোর মেয়াদই শুধুমাত্র বাড়ানো হলো। 

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দাদের নতুন লাইসেন্স কার্ড দেওয়া হবে না। তবে এটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হবে। এছাড়াও বাসিন্দারা চাইলে অক্টোবর মাসে অনলাইনে ফ্রি টেম্পোরারি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। 

দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভ্যাহিকেল কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বানিজ্যিক যানের লাইসেন্সের মেয়াদ ৩১ মার্চের আগে ফুরিয়ে গেলে সেটির মেয়াদ বাড়ানো হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ৭০ বছর না তার বেশি বয়সের বাসিন্দাদের ব্যক্তিগত যানের জন্য এই মেয়াদ বাড়ানো হয়েছে এক বছর। ৭০ বা তার থেকে কম বয়সী বাসিন্দাদের ব্যক্তিগত যানবাহনের মেয়াদ বাড়ানো হয়েছে ছয় মাস। শিক্ষানবিশ চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়ানো হয়েছে প্রায় এক বছর। 


এলএবাংলাটাইমস/ওএম