লস এঞ্জেলেস

এবার গভর্নর নিউসামের অফিস কর্মকর্তা করোনায় আক্রান্ত!

ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসামের একজন অফিস কর্মকর্তার দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে বলে জানিয়েছে গভর্নর অফিস। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

বুধবার (৭ অক্টোবর) গভর্নর গভিন নিউসামের মুখপাত্র নাথান ক্লিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। 

গভর্নরের মুখপাত্র নাথান ক্লিক আরো জানান, গভর্নর নিউসাম অবশ্য সংক্রমণের ঝুঁকিতে নেই। ওই কর্মকর্তা সাধারণত গভর্নরের সাথে কাজ করেন না কিংবা গভর্নরের সাথে যেসব কর্মকর্তা ঘনিষ্ঠ, তাদের সাথেও আক্রান্ত কর্মকর্তার যোগাযোগ নেই। 

নাথান ক্লিক জানান, গভর্নর অফিসে কর্মরতদের নিয়মিত করোনাভাইরাসের টেস্ট করানো হয়। এই টেস্টেই একজন কর্মকর্তার দেহে করোনাভাইরাস সনাক্ত হয়। সাথেসাথেই অন্য সকল কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মোতাবেক সতর্ক করা হয়েছে। সেইসাথে কন্টাক্ট ট্রেসিং এর আওতায় আনা হয়েছে অফিস। ক্যালিফোর্নিয়া হেলথ ডিপার্টমেন্ট এই বিষয়ে আমাদের সাহায্য করছেন। 

এর আগে গভর্নর অফিসের কর্মকর্তাদের সাথে কাজ করে এমন একজনেরও করোনা পজেটিভ এসেছিলো। 


এলএবাংলাটাইমস/ওএম