লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে করোনায় একদিনে আক্রান্ত ১২৮৫, মৃত ২৮

লস এঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছেই না। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট  অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, রবিবার (১১ অক্টোবর) করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ১২৮৫ জন। মারা গেছেন আরো ২৮ জন। 

এই নিয়ে রাজ্যটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৭৬৮ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হলো ২ লাখ ৮১ হাজার  ১৬৫ জনে। 

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, মোট আক্রান্তের ৭২ শতাংশ রোগীর বয়স ৫০ বছরে নিচে। রবিবার মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ১৮ থেকে ২৯ এর মধ্যে, দুইজনের বয়স ৩০ থেকে ৪৯ এর মধ্যে, সাতজনের বয়স ৫০ থেকে ৬৪ এর মধ্যে, নয়জনের বয়স ৬৪ থেকে ৭৯ এর মধ্যে এবং বাকী নয়জনের বয়স ৮০ এর উপরে। 

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, এখনো বাসিন্দাদের সতর্ক হওয়ার সময় আছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যক। বিশেষ করে তরুণদের সতর্ক থাকা উচিত, কারণ তরুণেরা করোনায় আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হতে পারে। 

পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানায়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭২ শতাংশের পূর্বের শারীরিক জটিলতা ছিলো। 

লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ না কমায় শীঘ্রই ব্যবসা প্রতিষ্ঠান পুরোদমে চালু হচ্ছে না। সীমিত আকারে বেশকিছু ইনডোর বিজনেস সেন্টার ও বার-রেস্টুরেন্ট খোলা রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। 

যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৪০ হাজার বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ন্যাশনাল এলার্জি এন্ড ইনফেকশাশ ডিজিজের প্রধান ড. এন্থনী ফাউসি জানিয়েছেন, আসন্ন শীতে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ আরো বাড়বে৷ পাশাপাশি ২০২১ সালের মাঝামাঝির আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। 


এলএবাংলাটাইমস /ওএম