লস এঞ্জেলেস

করোনা স্বাস্থ্যবিধি শিথিল হলো ক্যালিফোর্নিয়ায়

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি কিছুটা শিথিল করেছে কর্তৃপক্ষ। নতুন স্বাস্থ্যবিধি অনুযায়ী, সর্বোচ্চ তিনটি পরিবারের বাসিন্দারা একত্রে বাড়ির বাইরে জমায়েত হতে পারবে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম নতুন এই স্বাস্থ্যবিধি প্রণয়নের ঘোষণা দেন। 

সর্বোচ্চ তিনটি পরিবারের বাসিন্দা একত্রে বাড়ির বাইরে জমায়েত করতে পারলেও তাদেরকে মাস্ক ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর আগে হেলথ অফিশিয়ালরা রাজ্যটিতে একের অধিক পরিবার একত্রে মেলামেশা করতে নিষেধ জানিয়েছিলো। 

গভর্নর গভিন নিউসাম জানান, করোনাভাইরাস আসার পর থেকে মানুষ গেট-টুগেদার ও পারিবারিক আড্ডা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে মানুষ প্রিয়জনদের দেখার জন্য উন্মুখ হয়ে আছে ও এটি কিছুক্ষেত্রে ঝুঁকি বয়ে আনছে। 

আসন্ন শীতকাল ও হ্যালোইনের ছুটির কারণে এই ধরণের নতুন স্বাস্থ্যবিধি প্রনয়ণ করেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। 


এলএবাংলাটাইমস /ওএম