লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু

লস এঞ্জেলেসের উইকব্রুকে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ কর্তৃপক্ষ।
কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ইনফরমেশন অফিসার শন ডুবুস্কি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
তবে ঠিক কি কারণে পুলিশ ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলিবর্ষণ করেছে, এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ থেকে বিরত থেকেছে কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। তবে অনেকক্ষন পিছন থেকে ধাওয়া করার পর ওই ব্যক্তিকে পুলিশ গুলি করে বলে জানায় কর্তৃপক্ষ। নিহতের কাছে কোনো অস্ত্র ছিলো কি না, এ ব্যাপারেও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি বাড়ির পিছনে পুলিশ ওই ব্যক্তিকে গুলিবর্ষণ করলে সেখানেই লুটিয়ে পড়ে সে। এরপর এম্বুলেন্স এসে ওই লোকটি স্ট্রেচারে তুলে বাঁচাতে চেষ্টা করলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এই ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। ওই অঞ্চলে এখনো উত্তেজনা বিরাজ করছে।
সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেসে কৃষ্ণাঙ্গ বাসিন্দার উপর পুলিশের সহিংসতা অনেক বেড়ে গেছে। গত বছর উইলব্রুকে ২৪ বছর বয়সী নিরস্ত্র এক তরুণ পুলিশের গুলিতে মারা যায়। দুই মাস আগে পুলিশ ডিজন কিযে নামের এক যুবককে পিছনে ও সামনে ১৬টি গুলি করে। ফলে লস এঞ্জেলেসে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত আছে।   এলএবাংলাটাইমস /ওএম