লস এঞ্জেলেস

প্রস্তাবনা ১৭, ১৮: ভোটাধিকার বিষয়ে ক্যালিফোর্নিয়াবাসীর জনমত

কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন। নির্বাচনের ব্যালটে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি বেশকিছু প্রস্তাবনা ভোটে মত প্রকাশ করেন বাসিন্দারা। ক্যালিফোর্নিয়াতেও বেশকিছু প্রস্তাবনা নির্বাচনের দিন ফয়সালা হবে। এবারের নির্বাচনে ১২টি প্রস্তাবনা রাখা হয়েছে ক্যালিফোর্নিয়ায়বাসীদের জন্য। এবারের নির্বাচনী ব্যালটে ক্যালিফোর্নিয়াবাসীর ভোটাধিকার নিয়ে প্রস্তাবনা রাখা হয়েছে দুইটি। এই প্রস্তাবনাগুলো হচ্ছে ১৭ এবং ১৮। সাধারণত ক্যালিফোর্নিয়ার ভোটাধিকার আইন অনুযায়ী, যেসব বাসিন্দা কোনো অপরাধ করে শাস্তির আওতায় আছেন কিংবা প্যারোলে মুক্তি পেয়ে কারাগারের বাইরে আছেন, তারা কোনো নির্বাচনে ভোট দিতে পারেন না। যতোদিন পর্যন্ত মামলা সম্পূর্ণ নিষ্পত্তি না হয়, ততোদিন পর্যন্ত ভোটাধিকার থাকে না। কিন্তু এই আইনের পরিবর্তন করার কথা ভাবছে ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ। নতুন আইনে প্যারোলে মুক্তিপ্রাপ্ত আসামি কিংবা সাজাপ্রাপ্ত অপরাধীরাও যেকোনো নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়াও ভোটাধিকার নিয়ে আরেকটি বিষয় হচ্ছে প্রস্তাবনা ১৮। প্রস্তাবনা ১৮ তে বলা হয়েছে, যাদের বয়স বর্তমানে ১৭ রয়েছে এবং পরবর্তী স্পেশাল নির্বাচন কিংবা সাধারণ নির্বাচনে যদি তাদের বয়স ১৮ হয়, তবে তারাও সেই নির্বাচনে ভোট দিতে পারবেন। এদিকে, দুইটি প্রস্তাবনা নিয়েই ক্যালিফোর্নিয়াবাসী কর্তৃপক্ষের সাথে সহমত পোষণ করবেন, এমনটাই ধারণা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়াবাসী সাধারণ নির্বাচনের তারিখে প্রস্তাবনা ভোট ১৭ এবং ১৮ বিষয়ে 'হ্যাঁ' কিংবা 'না' ভোট দিয়ে বিষয়গুলোর নিষ্পত্তি করবে।
এলএবাংলাটাইমস /ওএম