লস এঞ্জেলেস

করোনাভাইরাস: লস এঞ্জেলেসে শিথিল হচ্ছে নিষেধাজ্ঞা

করোনায় বিপর্যস্ত কাউন্টিগুলোর মধ্যে অন্যতম লস এঞ্জেলেস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তি থাকায় বেশকিছু নিয়ম আরোপ করেছিলো লস এঞ্জেলেস কর্তৃপক্ষ। বন্ধ করা হয়েছিলো শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান। এখনো পরিস্থিতির খুব একটা উন্নতি না হলেও সেসব নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী এখন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ক্লাস করতে পারবে। তাছাড়া বারির বাইরে পারিবারিক আড্ডায় আরো বেশি সংখ্যক মানুষ যোগ দিতে পারবে৷ এর আগে শুধুমাত্র ১০ শতাংশ শিক্ষার্থীকে বিশেষ প্রয়োজনে ক্যাম্পাসে ক্লাস নেওয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী, ২৫ শতাংশ শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানে ক্লাস করতে পারবে। লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, নতুন সিদ্ধান্তের ফলে ৯৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী ও ২০ হাজার কর্মচারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসবে। এছাড়াও পারিবারিক আয়োজনের জন্য বিভিন্ন পার্টি সেন্টার ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কী ধরণের বিনোদন কেন্দ্রগুলো খোলা হবে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা দাবি করছেন, লস এঞ্জেলেসের করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে এখনই নিষেধাজ্ঞা শিথিল করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। লস এঞ্জেলেসে সংক্রমণের হার প্রতি লাখে সাতজন। আসন্ন শীতে সংক্রমণ আরো বাড়তে পারে। এলএবাংলাটাইমস /ওএম