লস এঞ্জেলেস

রায়হান হত্যা ও গণধর্ষণের ঘটনায় জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার প্রতিবাদ সভা

সম্প্রতি সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা এবং এমসি কলেজে গৃহবধুকে গণধর্ষণের প্রতিবাদে লস এঞ্জেলেসে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২শে অক্টেবর বৃহস্পতিবার রাতে স্পাইস প্লাস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, পরিচালনা করেন সাধারণ সম্পাদক বদরুল আলম মাসুদ।

বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাবেক সাধারণ সম্পাদক নজরুল আলম, সাবেক সহ সভাপতি আলী আহমেদ ফারিস, বর্তমান সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীন জেবুল, সহ-সভাপতি লায়েক আহমেদ।

সভায় বক্তারা পুলিশ ফাঁড়িতে রায়হানের নির্মম হত্যাকাণ্ড এবং গৃহবধুর গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বক্তারা বলেন, সিলেট দেশের পবিত্র ও আধ্যাত্মিক রাজধানী। এখানে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এজন্য সিলেটি হিসেবে আমরা প্রবাসীরাও অত্যন্ত উদ্বিগ্ন। শুধু সিলেট নয় দেশের কোথাও যেন ভবিষ্যতে এইধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে এই জন্য প্রশাসনকে তাদের দায়িত্ব সঠিকভাবে এবং নিরপেক্ষভাবে পালনের জন্য আহ্বান জানান বক্তারা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ফেরদৌস খান, এলএ বাংলা টাইমসের  সিইও আব্দুস সামাদ, কাজল নূর, বাবুল আহমেদ, খসরুজ্জামান, আব্দুল হাকিম, মাইনুল হক, আব্দুল আহাদ, ফয়েজ আহমেদ, সিদ্দিকুর রহমান, লোকমান হুসেন, নাহিদুল প্রমুখ।