লস এঞ্জেলেস

প্রস্তাবনা ২৫: ক্যাশ বেইল আইনের সংশোধন হবে

সাতদিন পর যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন। প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভোট দেন বাসিন্দারা। যেসব বিষয়ে আইন পরিবর্তন করলে জনগণের উপর প্রভাব পড়বে, সেসব বিষয়ে সাধারণত প্রস্তাবনা ভোটের আয়োজন করা হয়। ৩ নভেম্বর নির্বাচনে ১২টি প্রস্তাবনায় মতামত দিবেন ক্যালিফোর্নিয়াবাসী। সিনেটর কামালা হ্যারিস এবার ট্যাক্স, ভোটাধিকার, স্বাস্থ্যসেবা, আবাসিক ভাড়া ও ক্যাশ বেইল আইনসহ ১২টি প্রস্তাবনা অন্তর্ভুক্ত করেছেন। ক্যালিফোর্নিয়ার ক্যাশ বেইল আইনের সংশোধনী প্রস্তাবনাকে বলা হচ্ছে প্রস্তাবনা ২৫। প্রস্তাবনা ২৫ এর বিষয়বস্তু কী? প্রস্তাবনা ২৫ এ মূলত 'ক্যাশ বেইল' আইন সংশোধন করতে চাইছে। বর্তমান আইনে আদালতে শুনানি চলাকালে বিত্তবান অভিযুক্তরা অর্থের মাধ্যমে জামিন নিতে পারেন। মামলার রায় না হওয়া পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে৷ অপরদিকে, অভিযুক্ত স্বচ্ছল না হলে সাধারণত অর্থের বিনিময়ে বেইল পাওয়া সম্ভব হয় না। এরজন্য অনেকসময় নির্দোষ ব্যক্তিকেও মামলার রায় না হওয়া পর্যন্ত কারাগারে থাকতে হয়। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সংস্থা এই আইনকে পক্ষপাত ও বৈষম্যমূলক আইন বলে অবহিত করছেন। নতুন প্রস্তাবনা অনুযায়ী, কোনো অভিযুক্তই অর্থের বিনিময়ে জামিন নিতে পারবেন না। মামলার রায় চলাকালে একজন অভিযুক্তের সামগ্রিক দিক বিবেচনা করে ও তার অপরাধের প্রবণতা অনুযায়ী জামিন দেওয়া হবে। হ্যাঁ ভোটে কী হবে? প্রস্তাবনা ২৫ এ হ্যাঁ ভোট দিয়ে নতুন প্রস্তাবিত আইন পাশ করালে ক্যাশ বেইল আইনের পরিবর্তন হবে। না ভোটে কী হবে? না ভোটের মাধ্যমে প্রস্তাবনা ২৫ বাতিল করে দিলে ক্যাশ বেইলের ক্ষেত্রে পুরোনো আইন জারি থাকবে। প্রস্তাবনা ২৫ এর সুফল: প্রস্তাবনা ২৫ এর পক্ষে জনমত দিচ্ছেন মানবাধিকার কর্মী ও অনেক আইন প্রণেতা। তাঁরা বলছেন, ক্যাশ বেইল সংশোধন হলে আইনে সাম্যতা ফিরে আসবে৷ পাশাপাশি বিত্তবান অপরাধীরা জামিনে বের হতে পারবে না ও মামলাকে প্রভাবিত করতে পারবে না। এছাড়াও নির্দোষ কাউকে বিনা অভিযোগে কারাগারে থাকতে হবে না। প্রস্তাবনা ২৫ এর সীমাবদ্ধতা: প্রস্তাবনা ২৫ সংশোধন হলে নাগরিকদের উপর ট্যাক্স বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যাশ বেইল আইন পরিবর্তন হলে বড় আর্থিক লেনদেন থেকে বঞ্চিত হবে কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস /ওএম