লস এঞ্জেলেস

গৃহহীন উচ্ছেদ আইন প্রস্তাবনা লস এঞ্জেলেসে

লস এঞ্জেলেসের গৃহহীন বাসিন্দাদের সরিয়ে নিতে নতুন আইন প্রণয়ণের প্রস্তাব করেছে লস এঞ্জেলেস সিটি কাউন্সিল। যেসব বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করে দেওয়া সত্ত্বেও রাস্তায় ক্যাম্প বা তাঁবু স্থাপন করে বসবাস করছে, মূলত তাদেরকে উচ্ছেদ করতে এই আইন প্রণয়ণের প্রস্তাবনা রাখা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এই বিষয়ে ভোট হবে বলে জানান লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের এটর্নি মাইক ফেওয়ার। এর আগে বেশ কয়েকজন কাইন্সিল সদস্য গৃহহীনদের উচ্ছেদ বিষয়ে আইন জারির দাবি করেন। লস এঞ্জেলেস সিটি কাউন্সিল জানায়, এই বিষয়ে আইন প্রণয়নের ব্যাপারে সিটি কাউন্সিল সদস্যরা বৃহস্পতিবার ভোট দিবেন। কিন্তু আইনটি সরাসরি পাশ করানোর ব্যাপারে বুধবার বৈঠক করবেন সদস্যরা। নতুন প্রস্তাবিত আইনে, যেসব গৃহহীনদের আবাসান কিংবা আশ্রয়কেন্দ্র রাজ্য কর্তৃক ব্যবস্থা থাকা সত্ত্বেও রাস্তায় থাকেন, তাদের সরিয়ে নিতেই এই আইন প্রণয়ণ করা হবে। নতুন আইন বিষয়ে সিটি কাউন্সিল সূত্র জানায়, এই উচ্ছেদ প্রক্রিয়া খুব সহজ হবে না। প্রথমত গৃহহীন বাসিন্দাদের সনাক্ত করার পাশাপাশি তাদের জন্য আবাসন ব্যবস্থাও করতে হবে৷ তবে এই আইনের বিপক্ষে অবস্থান করছেন বেশ কয়েকটা মানবাধিকার সংস্থা ও গৃহহীনরা। নতুন প্রস্তাবিত আইন বাতিল করতে ইতোমধ্যে সিটি কাউন্সিল বরাবর দরখাস্ত ও পিটিশন জমা দিয়েছেন তারা। এলএবাংলাটাইমস /ওএম