লস এঞ্জেলেস

বইছে গরম হাওয়া, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় টানা তৃতীয় দিনের মতো 'সান্তা আনা উইন্ডস' খ্যাত উষ্ণ ঝড়ো বাতাস বইছে। গরম এই হাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ার শংকা রয়েছে। ফলে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যাতে লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে লাল পতাকা সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ। সন্ধ্যা ছয়টা থেকে লাল পতাকা সতর্কতা জারি থাকবে এই দুইটি কাউন্টিতে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, এই স্বল্প জলীয়বাষ্প যুক্ত গরম ঝড়ো হাওয়া প্রতি ঘণ্টায় ২৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। ফলে হুট করে বড়সড় দাবানল ছড়িয়ে পড়ার আশংকা করছে কর্তৃপক্ষ। এদিকে সান্তা আনা খ্যাত উষ্ণ এই ঝড়ো বাতাস গত তিনদিন ধরেই প্রবাহিত হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। ফলে থ্যাংকসগিভিং এর দিন ও শুক্রবার দাবানল ছড়িয়ে পড়া রুখতে দশ হাজার বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছিলো সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন। এখনো অল্পকিছু আবাসিক বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। প্রসঙ্গত, এই বছর বেশ বড় কয়েকটি দাবানলের সম্মুখীন হয়েছে ক্যালিফোর্নিয়া। লাখ লাখ একর জমি ভস্মীভূত হয়েছে ক্যালিফোর্নিয়ার বন এবং পাহাড়ের। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, মূলত জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের দাবানলের মতো ঘটনা ঘটছে ক্যালিফোর্নিয়ায়। এলএবাংলাটাইমস/ওএম