লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে নতুন নীতিমালায় যেসব পরিবর্তন এসেছে

লস এঞ্জেলেসে আগামী সোমবার (৩০ নভেম্বর) থেকে করোনার সংক্রমণ রোধে নতুন নীতিমালা জারি করেছে কর্তৃপক্ষ। 'স্টে-এট-হোম' জারির পাশাপাশি আরো নতুন নীতিমালা যোগ করা হয়েছে। জনসমাগম নিষিদ্ধ: আগামী সোমবার থেকে সকল পাবলিক ও প্রাইভেট জনসমাগম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শুধুমাত্র পরিবারের বাসিন্দারা একত্রিত হতে পারবে। তবে বাসিন্দারা চার্চ ও কোনো আন্দোলনের জন্য জড়ো হতে পারবে। ব্যবসাপ্রতিষ্ঠান সীমিতকরণ: সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ও ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে৷ এছাড়া ব্যবসায়িক কার্যক্রম সীমিত করা হয়েছে৷ জরুরি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ শতাংশ ক্যাপাসিটি ব্যবহার করা যাবে। কম জরুরি ব্যবসায় ২০ শতাংশ ক্যাপাসিটি ব্যবহার করা যাবে। এছাড়া লাইব্রেরির ক্ষেত্রে ২০ শতাংশ, মিউজিয়ান, চিড়িয়াখানাতে ৫০ শতাংশ, মিনি গলফের ক্ষেত্রে ৫০ শতাংশ ক্যাপাসিটি ব্যবহার করা যাবে৷ শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে৷ আর করোনার সংক্রমণ দেখা গেলে ১৪ দিনের জন্য ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হবে৷ বিনোদনকেন্দ্র সীমিতকরণ: লস এঞ্জেলেসের বিনোদন কেন্দ্রগুলোতেও নতুন নীতিমালা জারি করা হয়েছে। বীচ, পর্বত অথবা পার্কে এক পরিবারের বাইরে কোনো সদস্য যোগ দিতে পারবে না। এছাড়া গলফ, আর্চারি ও অন্যান্য বিনোদনকেন্দ্র গুলোতেও একক পরিবারের বাইরে কেউ যোগ দিতে পারবে না। এলএবাংলাটাইমস/ওএম