লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে চলছে 'সংকটপূর্ণ' সময়

লস এঞ্জেলেসে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। কাউন্টি হেলথ অফিশিয়ালরা বলছেন, বর্তমানে মহামারি শুরু হওয়ার পর থেকে সবচেয়ে সংকটপূর্ণ সময় পার করছে লস এঞ্জেলেস। লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরেরা বলেন, এখন করোনা পরিস্থিতি 'অভূতপূর্ব' পরিস্থিতিতে রয়েছে। গত রবিবার লস এঞ্জেলেসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড গড়েছে। জুলাই মাসে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছিলো ২ হাজার ২৩২ জন। তবে রবিবার সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে ২ হাজার ৩১৬ জন। বারবারা ফেরেরা বলেন, আক্রান্তের সংখ্যাও অনেক বেড়েছে। এতে পুরো রাজ্যের উপরই প্রভাব পড়বে। এদিকে, সংক্রমণ ঠেকাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ৷ ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে 'স্টে-এট-হোম' অর্ডার জারি করা হয়েছে। সংক্রমণ এড়াতে এছাড়া আরো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার পর বন্ধ রাখতে হবে। এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ এক পরিবারের বাসিন্দা থাকতে পারবে। এছাড়া নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপকেও নীতিমালার আওতায় আনা হয়েছে। এখন এই ধরণের সেবা পেতে আগে থেকে বুকিং দিতে হবে। এলএবাংলাটাইমস/ওএম